মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় নব-নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্র ভবন উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় মুন্সীগঞ্জ ২আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমীন এমিলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটি উদ্বোধন করেন। ২কোটি ৯৭লক্ষ টাকা ব্যায়ে ঠিকাদার মেসার্স শাওন এন্টার প্রাইজ এর মাধ্যমে ভবনের কাজটি ১৯ ফ্রেব্রুয়ারী ২০১৮ইং সালে কাজ শেষ করেন স্থায়ী সরকার প্রকৌশলী অধিদপ্তর। উপজেলা মুক্তিযোদ্ধাদের কল্যাণেভবনটি নির্মান করা হয়েছে। টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা আক্তারের সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ¦ শেখ লুৎফর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান জগলুল হালদার ভুতু, টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ মো: আওলাদ হোসেন, সাবেক সংসদ সদস্য মো: জামাল হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল হক, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ, ভাইস চেয়ারম্যান মো: নাহিদ খান, মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাড. নাসিমা আক্তার, ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন লিটন মাঝি প্রমুখ।