ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাসষ্ট্যান্ডে শুক্রবার সন্ধ্যায় যাত্রীবাহী মাইক্রোবাসের চাঁপায় জাহিদুল ইসলাম নামের এক মাহেন্দ্রা চালক নিহত হয়েছেন। নিহত জাহিদুল আগৈলঝাড়া উপজেলার রত্মপুর গ্রামের জাফর বেপারীর পুত্র।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গৌরনদী মডেল থানার ওসি গোলাম সরোয়ার জানান, মাহেন্দ্রা চালক জাহিদুল মাহিলাড়া বাসষ্ট্যান্ডে মহাসড়ক পারাপারের সময় বরিশাল থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী মাইক্রোবাস চাঁপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি আরও জানান, মাইক্রোবাসটি জাহিদুলকে চাঁপা দিয়ে পালিয়ে যাওয়ার সময় গৌরনদী মডেল পুলিশ ধাওয়া করে মাইক্রোবাসসহ চালক ইদ্রিস শেখকে আটক করেছে। আটককৃত চালক ইদ্রিস শেখ মাদারীপুর জেলার শিবচর উপজেলা চর বাচামারা গ্রামের আলাউদ্দিন শেখের পুত্র।