মাদক মানেই মৃত্যু, মাদক থেকে দূরে থাকুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দায় মাদক বিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে শুভ সংঘ কলমাকান্দা উপজেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি র্যালি বের উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেছে। এ সময় র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি চন্দন বিশ্বাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুল খালেক তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম, শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামান, কলমাকান্দা প্রেসক্লাব সম্পাদক মো. ফখরুল আলম খসরু কলমাকান্দা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন নাহার, উপজেলা শুভ সংঘের সভাপতি কাজল ঘোষ, সম্পাদক রাজীব হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. রুকেল মিয়া, শিক্ষক অঞ্জন সরকার বাবন, ভোরের ডাক উপজেলা প্রতিনিধি কাজল তালুকদার, দৈনিক জনতা উপজেলা প্রতিনিধি রিনা হায়াৎ, দর্পণের উপজেলা প্রতিনিধি কবিরঞ্জন সাহা, কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি মো.কামাল পাশা প্রমূখ।