প্রবাসী বাংলাদেশিদের জন্য মৃত্যুপুরীতে পরিণত হয়েছে দক্ষিণ আফ্রিকা। জীবন হাতের মুঠোয় নিয়েই দেশটিতে অবস্থান করছে প্রবাসীরা। মৃত্যু আতঙ্ক যেন পিছু ছাড়ছে না তাদের। গত বছর দেশটিতে অন্তত ১৫০ জন বাংলাদেশি খুনের ঘটনা ঘটলেও বিভিন্ন সূত্রে জানা যায়, চলতি বছরে ইতোমধ্যে খুন হয়েছেন অন্তত ৪৩ জন। গত বছর দ. আফ্রিকায় প্রতি সপ্তাহে গড়ে প্রায় তিনজন করে প্রবাসী খুনের শিকার হলেও চলতি বছরের আট মাসেই ৪৩ জন খুনের হিসাবে দেখা যাচ্ছে, প্রতিদিন গড়ে প্রায় পাঁচজন খুনের শিকার হচ্ছেন।
অন্যদিকে উন্নত জীবনের আশায় মালয়েশিয়া পাড়ি দেয়া বাংলাদেশিরা আতঙ্কিত জীবন কাটাচ্ছেন। অনেকের কাজের পারমিট বাতিল করা হয়েছে। নিয়োগদাতাদের কাছ থেকে পালাতে গিয়ে জঙ্গলের খুপরিতে দিনাতিপাত করছেন তারা। মালয়েশিয়ার অনলাইনভিত্তিক সংবাদ মাধ্যম মালয়সিয়াকিনি ও মালয় মেইল জানিয়েছে, প্রায় এক বছর ধরে জঙ্গলেই দুর্বিষহ জীবন যাপন করছে ১৬ বাংলাদেশি।
জঙ্গলে দিনাতিপাত করা আল আমিন বলেন, ‘বাংলাদেশে আমার বাড়ির গরুও এর চেয়ে ভালো পরিস্থিতিতে থাকে’। তিনিসহ আরও কয়েকজনকে সম্প্রতি কাজ থেকে বরখাস্ত করা হয়েছে। নিয়োগদাতা ও বাংলাদেশ হাইকমিশনের মধ্যে সমঝোতা না হওয়ায় চাকরিতে পুনর্বহাল ও নতুন কাজের পারমিট দেয়া হয়নি। তাদের দুই সহকর্মীকে প্রাপ্য বেতন পরিশোধ না করেই ফেরত পাঠানো হয়েছে। ভবিষ্যতে কাজের পারমিট ফিরে পাবার আশায় অনেকেই ভয়ে হাইওয়ের কাছে জঙ্গলে খুপরিতে মানবেতর জীবন যাপন করছেন। জঙ্গলে বাসরত কিশোরগঞ্জের মান্নান মিয়া জানান, ‘দালাল তার ১২ হাজার রিঙ্গিত মেরে দিয়েছে। প্রফেশনাল ভিসায় গিয়েও অবৈধ রয়ে গেছেন তিনি। মান্নান বলেন, আমার সব স্বপ্ন গিলে খেয়েছে দালালরা। পরিবারকে সাহায্য করা তো পরের কথা, নিজের জীবন নিয়েই আতঙ্কে আছি।’
মালয় মেইল আরো জানিয়েছে, গত এক বছরে প্রতিদিন গড়ে ২ জন করে বাংলাদেশির মৃত্যু হচ্ছে, যার বেশিরভাগেরই হার্ট এটাক বা স্ট্রোক হয়ে। সবমিলিয়ে গত এক বছরে এরকম মৃত্যু হয়েছে অন্তত ৭৩৬ প্রবাসীর।
অপরদিকে প্রবাসী খুনে মেতেছে দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা। এদের দাপটে বাংলাদেশিদের জন্য দেশটি ক্রমেই আরও বিপজ্জনক হয়ে উঠছে। প্রায় প্রতিদিনই খুন, অপহরণ, ছিনতাই, ডাকাতিসহ নানা ঘটনায় বর্তমান পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিরা চরম উদ্বেগের মধ্যে থাকলেও দেশটিতে থাকা বাংলাদেশ হাইকমিশন তেমন কোনো ভূমিকাই রাখতে পারছে না বলে অভিযোগ রয়েছে। প্রবাসীরা বলেন, অন্য কোনো দেশের নাগরিক হত্যাকা-ের শিকার হলে সে দেশের অ্যাম্বাসি পর্যন্ত মামলার তদারকির জন্য নিজস্ব আইনজীবী নিয়োগ করে থাকেন। বাংলাদেশি প্রবাসীদের বেলায় ঘটে উল্টো। বাংলাদেশি নাগরিক হত্যাকা-ের শিকার হলে বাংলাদেশিরা চাঁদা তুলে লাশ কোনোরকমে দেশে পাঠানোর ব্যবস্থা করে থাকে। প্রবাসীদের অভিযোগ আমলে নিয়ে, দেশের প্রবাসী কল্যাণ মন্ত্রলালয়সহ মালয়েশিয়া ও দক্ষিণ আফ্রিকার দূতাবাসের কর্মকর্তাদের যথাযথ তদারকি ও সবরকম আইনী সহায়তা দেওয়া জরুরি।