শিশুদের মানসিক ও শারীরিক বিকাশ ঘটাতে খেলাধুলার কোন বিকল্প নেই। মাদকের ভয়ংকর ছোবল থেকে আমাদের সন্তানদের রক্ষা করতে হলে লেখা পড়ার পাশাপাশি তাদের খেলাধুলার প্রতি উৎসাহী করে তুলতে হবে।
শুক্রবার বিকালে লৌহজং উপজেলার মশদগাঁও সোসাইটি মাঠে মশদগাঁও যুব সংঘ আয়োজিত ফুটবল টুর্নামেন্ট - ২০১৯ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি এ কথা বলেন।
মশদগাঁও যুব সংঘের সভাপতি তুহিন বেপারীর সভাপতিত্বে এবং সোহেল ফকির ও নাহিদ খান দিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক - মেহেদী হাসান, শেখ আনোয়ার হোসেন,ও বিএম শোয়েব, সাংগঠনিক সম্পাদক -রুহুল মোড়ল, প্রচার সম্পাদক- মোঃ নুরুল আমীন, মুন্সীগঞ্জ জেলা যুবলীগের সাধারন সম্পাদক আলহাজ¦ ফেরদৌস আলম খান, আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান আকন, আনোয়ার হোসেন চাঁন মিয়া, কনকসার ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ,আব্দুর রশিদ মোল্লা,মনির হোসেন মাষ্টার,শহিদুল ইসলাম মাষ্টার, আবুল বাশার, লৌহজং উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোস্তাক আহাম্মেদ, যুগ্ন সম্পাদক হুমায়ুন কবির খোকা মৃধা, সাংগঠনিক সম্পাদক সফিক মাদবর, সানজিদ খান,উপ দপ্তর সম্পাদক রাশেদ আলী আকন, রাসেল আলম রাজু, লৌহজং উপজেলা ছাত্রলীগ সভাপতি ফরহাদ হোসেন ইমন, সাবেক ছাত্রলীগ নেতা মাসুম আহাম্মেদ পিন্টু, উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি হামিদুর রহমান জুয়েল, স্বেচ্ছাসেবক লীগ নেতা জামাল হোসেন প্রমূখ। সার্বিক তত্বাবধানে ছিলেন হাবিব খান।