আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে একরাত্রে ৮টি গরু চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে গোয়ালঘর থেকে গরু গুলো চুরি করা হয়।
খজরা ইউনিয়নে তুয়ারডাঙ্গা গ্রামের রুলে মোল্যার পুত্র আনারুল ইসলাম মোল্যা প্রতিদিনের ন্যায় সন্ধ্যায় গোয়ালঘরে তাদের গরু উঠিয়ে দরজা বন্ধ করে রাখেন। রাতের কোন একসময় সংঘবদ্ধ চোরেরা গোয়ালঘরের দরজা খুলে ৪টি গরু চুরি করে নিয়ে যায়। একই রাতে বামনডাঙ্গা গ্রামের যোগেন্দ্র নাথ মন্ডলের স্ত্রী সুজলা মন্ডল তাদের গোয়ালে গরু উঠিয়ে দরজা দিয়ে রাখেন। রাতে তাদের ৪টি গরু চুরি হয়ে যায়। সকালে গোয়ালে গিয়ে দেখেন গরু নাই। গতমাসে কাদাকাটি ও কুল্যা ইউনিয়নে বিভিন্ন ব্যক্তির গোয়ালঘর থেকে একই ভাবে ১৯টি গরু চুরির ঘটনা ঘটেছে। এ পর্যন্ত একটিও চোরাই গরু উদ্ধার বা চোর শনাক্ত করা সম্ভব হয়নি। ফলে এলাকার গরু মালিকদের মধ্যে ভীতি কাজ করছে।