আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে প্রতিষ্ঠিত অবঃ আর্মি শেখ আছাফুর জিম সেন্টার পরিদর্শন করেছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি জিম সেন্টারে উপস্থিত হন।
বুধহাটা জিম সেন্টারের সত্ত্বাধিকারী অবসরপ্রাপ্ত সেনা সদস্য আলহাজ¦ শেখ আছাফুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মাহবুবুল হক ডাবলু’র পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এমপি প্রতিনিধি শম্ভুজিত মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আবদুল গফুর, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এটিএম আক্তারুজ্জামান, যুবলীগ নেতা নুরুজ্জামান জুলু, সাংবাদিক সচ্চিদানন্দদে সদয়, রাবিদ মাহমুদ চঞ্চল, মাসুম বাবুল, শেখ বাদশা, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ আবদুল গফুর, অবঃ পুলিশ সার্জেন্ট বরকতউল্লাহ পাড়, আ.লীগ নেতা আবদুল জলিল ঢালী, যুবলীগ নেতা আবু সাইদসহ আশাশুনি, নলতা ও কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
“মাদক মুক্ত বাংলাদেশ বিনির্মান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গিকার” শ্লোগানকে সামনে রেখে প্রধান অতিথি বলেন, নেশার কবল থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলা ও শরীর চর্চার বিকল্প নেই। নানান শারীরিক ব্যাধি থেকে মুক্ত থাকতে নিয়মিত শরীর চর্চা করতে হবে। বুধহাটাবাসীর জন্য তিনি বুধহাটাতে একটি ফিজিওথেরাপি সেন্টার স্থাপনের আশ্বাস প্রদান করেন।