আশাশুনি সদরে মিল বসতবাড়ি ও সংলগ্ন জমির দখল নিয়ে দারেয়রকৃত মামলায় বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত বাদী পক্ষের আনীত অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন বিনা খরচায় না মঞ্জুর করেছেন।
বিমল দাশ ও তার ৩ ভাইয়ের মিলঘর, বসত বাড়ি ও সংলগ্ন জমির মধ্যে ৩ ভাইয়ের অংশ ক্রয় করেন আশাশুনি গ্রামের আলহাজ¦ আঃ মান্নান দিং। জমি ক্রয়ের পর ক্রেতারা জমি ও মিলঘরের দখলে গেলে বিষয়টি স্থানীয় ভাবে মিমাংসার চেষ্টা চালান হয়। কাগজপত্রের বৈধতা দেখে সবাই ক্রেতাদের পক্ষে রায় দিলে ক্রেতারা বিমল দাশকে জমি মাপ জরিপ করে সীমানা নিদ্ধারণের জন্য বারবার বললেও তিনি সহায়তা করেননি। ক্রেতারা মিলঘরের দখল নিয়ে শান্তিপূর্ণভাবে তাদের সাথে ব্যবসা পরিচালনা করতে থাকেন। ক্রেতা আঃ মান্নান পবিত্র হজ্জ্বব্রত পালনে মদীনা গমন করলে এসুযোগে বিমল দাশ নাবালক অয়ন দাশ দিংকে বাদী করে ওই ক্রেতাদেরসহ বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসকসহ ১৬ জনকে বিবাদী করে যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালত সাতক্ষীরায় দেং ১২৩/২০১৯ নং মামলা রুজু করান। বিজ্ঞ আদালতে “বাদী পক্ষ কর্তৃক আনীত অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্তটি বাদী ও ৫-৭ নং বিবাদীর মধ্যে দোতরফা সুত্রে এবং ৪ নং বিবাদীর বিরুদ্ধে একতরফা সূত্রে বিনা খরচায় না মঞ্জুর করা হলো” মর্মে আদেশ দেওয়া হয়েছে।