গ্যাসের লরির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেছে গ্রাম্য পশু চিকিৎসক আনিসুজ্জামানের (৪০)।
শুক্রবার বিকেল পৌনে তিনটার দিকে যশোর খুলনা মহাসড়কের জামতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আনিসুজ্জামান যশোর সদর উপজেলার শাখারী গ্রামের ওলিয়ার বিশ^াসের ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
নিহতের শ্যালক সাহেব আলী জানান, আনিসুজ্জামান শুক্রবার বিকেল পৌনে তিনটার দিকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। যশোর খুলনা মহাসড়কের জামতলা নামক স্থানে পৌছুলে সেখানে জ্যাম বাঁধার কারণে দাঁড়িয়ে যায়। হঠাৎ করে জ্যাম ছেড়ে দিলে তিনি তার সামনের গড়াই গাড়ি অভারট্রেক করতে যায়। এ সময় তিনি পড়ে গেলে পিছন থেকে গ্যাসের লরি তার বুকের উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
নরেন্দ্রপুর ফাঁড়ির পুলিশ আনিসুজ্জামানের মৃতদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
যশোর কোতয়ালি মডেল থানার ওসি (অপারেশন) সেখ তাসলিম আলম সড়ক দুর্ঘটনায় পশু চিকিৎসক নিহত হয়েছে বলে সত্যতা নিশ্চিত করেছেন। তবে ঘাতক গ্যাসের লরি আটক করা সম্ভব হয়নি।