দীর্ঘদিনের অবহেলিত বরিশালের নদী বেষ্টিত মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়ন। গত তিনবছরে রূপ কথা গল্পের মতো উন্নয়নের ছোঁয়া লেগেছে ওই ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে। আবু মুসা হিমু মুন্সী ওই ইউনিয়নের চেয়াম্যান নির্বাচিত হওয়ার পর থেকে পাল্টে যেতে শুরু করে ইউনিয়নের দুরবস্থা।
অনুসন্ধানে জানা গেছে, আবু মুসা হিমু মুন্সী সফিপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার তিন বছর পূর্ন হওয়ার মধ্যে সফিপুরের উনয়নে চল্লিশ দিনের কর্মসূচীসহ বরাদ্দ টিয়ার কাবিখার অনুদানে ইতোমধ্যে ইউনিয়নে ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে। কয়েকটি কার্পেটিং সড়কসহ হাট-বাজার, স্কুল-কলেজের উন্নয়ন এবং ব্রীজ কালর্ভাটসহ এলজিএসপি ও এলজিডিসহ বিভিন্ন বরাদ্দে কাজ চলমান রয়েছে ওই ইউনিয়নে।
ইউপি চেয়ারম্যান আবু মুসা হিমু মুন্সী বলেন, আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি জনগনের ভাগ্য উন্নয়নে কাজ করার জন্য। তাদের পাশে সর্বক্ষণ থাকার জন্য। রাজনৈতিক জীবনে আমি বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে রাজনীতি করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমি আমাদের রাজনৈতিক অভিভাবক মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র সহযোগিতায় আমার নির্বাচনী এলাকা সফিপুর ইউনিয়নের সকল পেশার মানুষদের নিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি।
সফিপুর ইউনিয়ন ঘুরে দেখা গেছে, বিগত কয়েক বছরের চেয়ে বর্তমান চেয়ারম্যান আবু মুসা হিমু মুন্সীর সময়ে উন্নয়নের জোয়ারে ভাসছে গোটা সফিপুর ইউনিয়ন। ওই ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের অবহেলিত একটি গ্রাম চরভেদুরিয়া। যেখানে বর্ষা মৌসুমে এলাকার জনসাধারনের দূর্ভোগের শেষ ছিলোনা। আবু মুসা হিমু মুন্সী চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর ওই অবহেলিত এলাকায়ও উন্নয়নের ছোঁয়া লেগেছে।
সূত্রমতে, সফিপুর ইউনিয়ন পরিষদে ২০১৯-২০ অর্থবছরের চার কোটি ৫০ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলেন, আমাদের চেয়ারম্যান আবু মুসা হিমু মুন্সী একজন সৎ সাহসী, ন্যায় পরায়ণ, সে আমাদের অভিভাবক তার গুনে এবং কাজে সে একজন শুধু চেয়ারম্যান নয় আমাদের অহংকার।