কুড়িগ্রামের রাজারহাট উপজেলা সদর বাজারে যানজট নিরসনকল্পে উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে অবশেষে কুড়িগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান (বিপিএম) এর উদ্যোগে ট্রাফিক পুলিশ নিয়োজিত করার সিদ্ধান্ত গ্রহন করেন। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে উপজেলা সদরের সোনালী ব্যাংক চত্বরে ট্রাফিক আইল্যান্ড নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, রাজারহাট থানার কর্মকর্তা ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার।