কুড়িগ্রামের রাজারহাটে জেলা তথ্য অফিসের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় গ্রামীণ জনগোষ্ঠির উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালী করণ শীর্ষক প্রকল্পের আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। ১৩ সেপ্টেম্বর শুক্রবার ছিনাই ইউনিয়নের রামরতন নি¤œ মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয়ের উপসচিব রুজিনা সুলতানা। ইউপি চেয়ারম্যান মো.নুরুজ্জামান হক বুলুর সভাপতিত্বে এবং তথ্য কর্মকর্তা মো.শাহজাহান আলীর পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহঃ রাশেদুল হক প্রধান, সাবেক প্রধান শিক্ষক অমূল্য কুমার রায়, প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, ইউপি সদস্য মো. শফিকুল ইসলাম সম্রাট ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রুপালী বেগম প্রমুখ।