সার্বজনীন দূর্গা মন্দির ও পুজা উদ্যাপন কমিটির সভাপতি-সম্পাদকসহ অন্যান্যের বিরুদ্ধে একের পর এক হয়রানীমূলক মামলা করায় আদালত থেকে প্রতিটি মামলা খারিজ হওয়ার পর এবার নতুন করে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের পরিত্যক্ত ঘরে আগুন দেয়া হয়েছে। শুক্রবার দুপুরে আগুনের রহস্য ফাঁস হওয়ায় এলাকায় চরম উত্তেজনা দেখা দিয়েছে। ঘটনাটি জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের পটিবাড়ী গ্রামের।
সূত্রমতে, ওই এলাকার সাবেক ইউপি সদস্য হরশিত মন্ডল বাদি হয়ে ইতঃপূর্বে মন্দির কমিটির সভাপতি সুনীল বালা, পুজা উদ্যাপন পরিষদের সভাপতি সাংবাদিক নিকুঞ্জ বালা পলাশসহ একাধিক ব্যক্তিকে আসামি করে দুই লাখ টাকার চাঁদাবাজি মামলা দায়ের করেছিলো। এবার আসন্ন দুর্গা পূজাকে ঠেকাতে নাটকীয়ভাবে হরশিত মন্ডল তার পরিত্যক্ত দোকান ঘরে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে অগ্নিসংযোগ করেছে।
জানা গেছে, ওই গ্রামের সার্বজনীন দূর্গা মন্দিরের সামনে গত ৭/৮ বছর পূর্বে একটি দোকান ঘর নির্মান করেন সাবেক ইউপি সদস্য হরশিত মন্ডল। এরপর হরশিতের পিতা হরিমোহন মন্ডল ওই দোকানে মুদি মালামাল বিক্রি করতো। গত তিন বছর পূর্বে হরিমোহন মন্ডল ভারতে গিয়ে মারা যাওয়ার পর থেকে দোকানটি পরিত্যক্ত অবস্থায় পরে থাকে। দোকান ঘরটি মন্দিরের সামনে থাকায় পূজা-অর্চনাসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে বিঘœ ঘটে। ফলে মন্দির কমিটি, বাজার কমিটি ও এলাকাবাসী ওই পরিত্যক্ত দোকান ঘরটি অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য সাবেক ইউপি সদস্য হরশিত মন্ডলকে অনুরোধ করেন।
এরপর থেকেই মন্দির কমিটির সভাপতি ও সম্পাদক, পূজা উদ্যাপন কমিটির সভাপতিসহ অন্যান্য সদস্যদের বিভিন্ন মামলা দিয়ে হয়রানী করে হরশিত। ইতঃপূর্বে হরশিত মন্দির কমিটির নেতৃবৃন্দের নামে পাঁচটি মামলা দায়ের করেন। প্রতিটি মামলাই আদালতে মিথ্যা প্রমানিত হওয়ায় তা খারিজ হয়ে যায়।
আসন্ন দুর্গা পূজা উপলক্ষে সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠান করার জন্য গত ২৫ আগস্ট পুনরায় ওই পরিত্যক্ত ঘরটি সরিয়ে নেওয়ার অনুরোধ করেন মন্দির কমিটি-বাজার কমিটিসহ এলাকাবাসী। এতে ক্ষিপ্ত হয়ে ২৬ আগস্ট মন্দির কমিটির সভাপতি, পুজা উদ্যাপন কমিটির সভাপতিসহ মন্দির কমিটির সাতজনকে আসামি করে দুই লাখ টাকার চাঁদাবাজি, ভাংচুর ও লুটপাটের মামলা দায়ের করে হরশিত মন্ডল। পরবর্তীতে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ওই পরিত্যক্ত ঘরটিতে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।
স্থানীয়দের দাবী, আসন্ন দুর্গা পূজায় বিঘœ সৃষ্টিসহ মামলার আসামিদের হয়রানী ও নতুন করে মামলা করার জন্য হরশিত ও তার সহযোগিরা নিজেদের পরিত্যক্ত দোকান ঘরে অগ্নিসংযোগ করেছে।
এ ব্যাপারে পটিবাড়ী সার্বজনীন দূর্গা ও রাধা গবিন্দ মন্দির কমিটির সভাপতি সুনীল কুমার বালা বলেন, আসন্ন দুর্গা পূজায় বাঁধা প্রদানের জন্যই হরশিত মন্ডল একের পর এক মিথ্যে মামলা দিয়ে আমাদের হয়রানী করছে। অভিযুক্ত হরশিত মন্ডলের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্ঠা করা হলেও তিনি ফোন রিসিফ না করায় কোন বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে উজিরপুর থানার ওসি শিশির কুমার পাল বলেন, বিষটি শুনেছি, তবে এখনও কেউ থানায় অভিযোগ দায়ের করেননি।