মোল্লাহাটে বাংলাদেশের বংশউদ্ভুত ভারতের লোকসভার সদস্য মাতুয়াচার্য্য শ্রী শান্তনু ঠাকুরের গণ-সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মোল্লাহাটের চাঁদেরহাটে একাদশ পল্লী শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মাতুয়া মিশনের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জের ওড়াকান্দির ঐতিহ্যবাহী ঠাকুর বংশউদ্ভুত শান্তনু ঠাকুরের এ সংবর্ধনা হাজার হাজার মাতুয়াভক্ত/সম্প্রদায়ের নারী-পুরুষের মিলনমেলায় রূপ নেয়।
উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানার সভাপতিত্বে ও ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল কবীরের সার্বিক তত্বাবধানে এ সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফফারা তাসনীন, এএসপি ছয়ের উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা।
অনুষ্ঠান উদ্বোধন করেন মাতুয়াচার্য্য শ্রী পদ্মনাভ ঠাকুর ও প্রদীপ প্রজ্জলন করেন মাতুয়া মাতা শ্রীমতি সোমা ঠাকুর। আলোকিত অতিথি ছিলেন মাতুয়া মাতা শ্রীমতি সুবর্ণা ঠাকুর ও মাতুয়াচার্য্য শ্রী সম্পদ ঠাকুর।
এ ছাড়া উপস্থি ছিলেন উপজেলা আ.লীগ সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন মোল্লা, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারন সম্পাদক এম এম মফিজুর রহমান, উপজেলা আ.লীগ নেতা ফণি ভুষন গাইন, গাওলা ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক মনোজ কুমার পাল প্রমূখ।