মোল্লাহাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্র্নামেন্ট (অনুর্ধ্ব-১৭)’র সমাপণী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পর্যায়ের এ টুর্নামেন্ট ও পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজন করে মোল্লাহাট উপজেলা প্রশাসন।
গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় খলিলুর রহমান ডিগ্রী কলেজ মাঠে উদয়পুর ইউনিয়ন ফুটবল একাদশ ও কোদালিয়া ইউনিয়ন ফুটবল একাদশ’র মাঝে সমাপণী খেলা অনুষ্ঠিত হয়। এ খেলায় ৩-২ গোলের ব্যাবধানে উদয়পুর ইউনিয়ন চ্যাম্পিয়ন ও কোদালিয়া ইউনিয়ন রানার্সআপ হয়।
খেলা শেষে অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফফারা তাসনীন পুরস্কার প্রদান করেন। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা। এ ছাড়া উপস্থিত ছিলেন-উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, থানা ওসি তদন্ত জগন্নাথ চন্দ্র, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা এস,এম মিজানুর রহমান, অধ্যক্ষ এল জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান মুন্সি তানজিল হোসেন, সিকদার উজির আলী ও হায়দার মামুন, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান প্রমূখ।