পাবনার চাটমোহরে এক ইউপি চেয়ারম্যানকে কাফনের কাপড়সহ হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে আমরা ক’জন সমবায় সমিতি নামের একটি সংগঠণ। মামলা তুলে নেওয়ার জন্য দেওয়া হয়েছে এ হুমকি। চিঠি পাওয়ার পর জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন ওই চেয়ারম্যান। ইউপি চেয়ারম্যান হলেন প্রকৌশলী এএইচএম কামরুজ্জামান খোকন। তিনি উপজেলার নিমাইচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও একই ইউনিয়নের চেয়ারম্যান।
৬ সেপ্টেম্বর বেসরকারি ডাক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চিঠি পাঠানো হয়। জিডি করা হয় ৮ সেপ্টেম্বর সন্ধ্যায়। এ ঘটনায় ১০ সেপ্টেম্বর বিকালে উপজেলার ধুলাউড়ি গ্রামের কামরুল ইসলাম নামের একজনকে আটক করেছে পুলিশ। কিন্তু ‘তদন্তের স্বার্থে’র দোহাই দিয়ে এ বিষয়ে গণমাধ্যমের কাছে মুখ খুলতে নারাজ ওসি শেখ নাসীর উদ্দিন। এএসপি (চাটমোহর সার্কেল) সজিব শাহরীন বলেছেন,বিষয়টি ওসি ‘ডিল’ করছেন। যতটুকু জানি কালকে (১১ সেপ্টেম্বর) রাতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
কামরুজ্জামান খোকন বলছেন,‘তার দায়ের করা মামলার আসামিরা জামিনে ছাড়া পাওয়ার পরই এ চিঠি দিয়েছে। সম্প্রতি পুলিশ চার্জশীট দিয়েছে ওই মামলায়। বিগত উপজেলা পরিষদ নির্বাচনের সময় আমার উপর সশস্ত্র হামলা হয়েছিল। এ ঘটনায় ৭/৮জনের নামে থানায় মামলাটি করি।’
উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রাথী আ. হামিদ মাস্টারের নির্বাচনী প্রচারণা কাজ শেষে বাড়ি ফেরার পথে হামলাটি করা হয়েছিল উপজেলার বোয়ালমারী বিলের মাঝের সড়কে।
ওসি শেখ নাসীর উদ্দিন বলেছেন,একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। বিষয়টি তদন্তনাধীন।