দুমকিতে জমি নিয়ে বিরোধের জেরে ব্যবসায়ীর ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় আতাহার হাওলাদার নামের ওই মাছ ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে পটুয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আহতের পরিবার রবিবার পটুয়াখালী আদালতে মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে হামলার ঘটনায় জড়িত শিক্ষক হাবিবুর রহমানসহ সাত জনকে আসামি করে আহত আতাহারের পুত্র মো. বশির হাওলাদার বাদী হয়ে গত ৮ সেপ্টেম্বর পটুয়াখালী বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করে। মামলার অন্য আসামিরা হলেন ফেরদৌস মৃধা, জাহিদুল ইসলাম, আবু ইউসুফ হাওলাদার, মোকলেছ মৃধা, ইমতিয়াজ মৃধা এবং সালমা বেগম। মামলার বিবরণে এসব তথ্য জানা গেছে।
স্থানীয়রা জানায়, সরকারি জনতা কলেজের শিক্ষক হাবিবুর রহমান স্বস্ত্রীক পবিত্র হজ্জব্রত পালন শেষে দেশে ফিরেছেন সপ্তাহখানেক আগে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার নতুন বাজার এলাকায় সড়কের জন্য জমি নিয়ে সৃষ্ট বিরোধের জের ধরে তার নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা করে মাছ ব্যবসায়ী আতাহারের ওপর। এতে আতাহার গুরুতর জখম হয়। এ ছাড়া বেশ কয়েকজন সামান্য আহত হয়। পরে স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। আতাহার বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।
এনিয়ে শিক্ষক হাবিবুর রহমানের নেতৃত্বে দু'বার হামলার ঘটনা সংঘটিত হয়েছে। আগেরকার হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহুর্তেই তা ভাইরাল হয়ে যায়। ওই সময় হাবিব মৃধার নেতৃত্বে আতাহার গংদের চলাচলের পথ বন্ধ করতে রাস্তা কেটে ফেলা হয়।
আহতের পুত্র বশির হাওলাদার জানান, হাবিব মৃধা প্রভাবশালী হওয়ায় কাউকে মানেন না। উল্টো গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে আমার বাবাকে নতুন বাজারের সামনে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করার উদ্দেশ্যে হাবিব মৃধাসহ তার বাহিনীর লোকজন হামলা চালায়। মামলা করার পর হামলাকারীরা আমি ও আমার পরিবারকে নিয়মিতভাবে হত্যার হুমকি দিয়ে আসছে। বর্তমানে আমরা খুব আতঙ্কে জীবন কাটাচ্ছি। আমরা জীবনের নিরাপত্তা চাই। হাবিব মৃধা প্রভাবশালী হওয়ায় বার বার আমাদের ওপর হামলা চালিয়েও পার পেয়ে যাবেন? আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।
এ ব্যাপারে অভিযুক্ত হাবিব মৃধার বক্তব্য জানতে তার কাছে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।
দুমকি থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, বিষয়টি আমি শুনেছি, কোর্টে৷ মামলা দায়ের করা হয়েছে।