মুন্সীগঞ্জের শ্রীনগরে র্যাবের অভিযানে ১০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যাবসায়ী গ্রেফতার হয়েছে।
গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ীর নাম মোঃ সাগর হোসেন (২৫)। সে শ্রীনগর থানার পাটাভোগ (শেখবাড়ী) গ্রামের শেখ জাফর উদ্দিনের পুত্র।
বৃহস্পতিবার রাত আনুমানিক ৭.৩০ ঘটিকায় শ্রীনগর বাজার মাছ বাজারের পার্শ্বে কাঁচা মালের আড়ত এর সামনে থেকে তাকে
গ্রেফতার করা হয়।এসময় তার কাছ থেকে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৪১০ টাকা ও ০১ টি মোবাইল সেট উদ্ধার করে র্যাব।
র্যাব -১১ জানায়, মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন শ্রীনগর মাছ বাজারের পাশের্^ মোঃ সাগর হোসেন, পিতা- শেখ জাফর উদ্দিন এর কাঁচা মালের আড়ত এর সামনে ফাঁকা জায়গার উপর কতিপয় মাদক ব্যাবসায়ী অবৈধ মাদক (ইয়াবা ট্যাবলেট) বিক্রির উদ্দেশ্যে অবস্থান করিতেছে। এরূপ তথ্যের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১ এর কমান্ডার পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নান এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল উল্লিখিত ঘটনা স্থলে অভিযান পরিচালনা করলে এই মাদক ব্যবসায়ীকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
উল্লেখ্য যে,এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে মাদক ব্যবসা চালিয়ে আসছে। সে এলাকায় মাদক ব্যবসার সক্রিয় সদস্য বলে স্থানীয়দের নিকট হতে জানা যায়।
উক্ত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।