কলমাকান্দায় উপজেলা প্রশাসনের উদ্যোগে গত বৃহস্পতিবার মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সেবন, বাল্যবিবাহ, যৌতুক, ইভটেজিং, নারী নির্যাতন, জুয়া, দুর্নিতী, সংঘর্ষ-সংঘাত, মানব পাচার, চোরা চালান ও ভিক্ষা বৃত্তি সামাজিক সমস্যা সমাধানের লক্ষে সীমান্তবর্তী বরুয়াকোণা সাধু ফ্রেডারিক উচ্চবিদ্যালয় মাঠে সামাজিক সমস্যা বিরোধী বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম, পুলিশ সুপার মো. আকরব আলী মুন্সী, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো.আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগ বীর মুক্তিযোদ্ধা সভাপতি চন্দন বিশ্বাস।
এ সময় বক্তব্য রাখেন ওসি মো. মাজহারুল করিম, প্রধান শিক্ষক নিশিকান্ত জাম্বিল, রংছাতি ইউপি চেয়ারম্যান তাহেরা খাতুন ও সহকারী পরিচালক (মাদকদ্রব্য) আলী হায়দার রাসেল প্রমুখ। সমাবেশে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মঈনউল ইসলাম।