নওগাঁর আত্রাইয়ে মানিক সরকার(৩৩) নামের মাইক্রো বাস ডাইভারকে পিটিয়ে জখম করে এক লাখ টাকা ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। বুধবার রাত ৮টার দিকে উপজেলার আহসান উল্লাহ মেমোরিয়াল সরকারী উচ্চবিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। জানা যায়, বুধবার রাত ৮টার দিকে একটি লাল মাইক্রোবাসে কয়েকজন স্থানীয় সন্ত্রাসী তাকে রাস্তায় উপর একা দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখতে পেয়ে ১। তুহিন আলী ২। তুষ্রা উভয়ের পিতা আবেদ আলী, সাং পাঁচপাকিয়া, থানা আত্রাই, জেলা -নওগাঁ সহ আরো অপরিচিত ৪/৫ জন তাদের ব্যবহারকৃত মাইক্রোবাস থেকে নেয়ে মানিকের উপর এলোপাতারী হামলা চালায়। এ সময় মানিকের মাইক্রোবাসের ডাইভার ফিরোজ ,হেলপার রাসেল মানিককে বাঁচাতে আসলে সন্ত্রাসীরা তাদের উপর চড়াও হয়ে মারপিঠ,জখম করে মানিকের নিকট থেকে নগদ একলাখ টাকা ছিনিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে রাত ৯টার দিকে আত্রাই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
মানিকের পিতা নাজিমুদ্দিন সরকার বিষয়টি জানিয়েছেন, এ বিষয়ে তারা মামলা করবেন। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। আহতরা আত্রাই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছে।