‘‘শিক্ষায় বন প্রতিবেশ, আধুনিক বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে ৫ দিন ব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে।
গত ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার জেলা প্রশাসন, বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে শহরের বকুলতলা মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। ৫ দিন ব্যাপী বৃক্ষরোপন অভিযান এবং বৃক্ষমেলার উদ্বোধন করেন প্রধান অতিথি তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি। পরে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি, ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা একেএম রুহুল আমিন, পুলিশ সুপার দেলোয়ার হায়দার, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান ছানা প্রমুখ। আলোচনা সভায় বক্তারা পরিবেশ রক্ষায় একজন মানুষকে কমপক্ষে ৩টি করে গাছ লাগানোর পরামর্শ দেন।
আলোচনা সভা শেষে তথ্য প্রতিমন্ত্রী অফিসার্স ক্লাব পাঙ্গণে একটি আম গাছের চারা রোপন করেন। ৫ দিন ব্যাপী এ মেলায় ২৬ টি স্থল স্থান পেয়েছে।