জুনিয়র এএইচএফ কাপ হকিতে হংকংয়ের কাছে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দলের মেয়েরা। পুল ‘বি’তে বৃহস্পতিবার নিজেদের তৃতীয় ম্যাচে হংকংয়ের কাছে ১-০ গোলে হারে মেয়েরা। প্রতিযোগিতার স্বাগতিক সিঙ্গাপুরের কাছে ৩-০ গোলে হারা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ২-০ গোলে জিতেছিল। ২৭তম মিনিটের ফিল্ড গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ম্যাচের বাকিটা সময়ে সমতায় ফেরা গোলের দেখা পায়নি দল। তিন ম্যাচে এক জয় ও দুই হারে ৩ পয়েন্ট বাংলাদেশের। ৭ পয়েন্ট নিয়ে পুল ‘বি’তে শীর্ষে রয়েছে চাইনিজ তাইপে। আগামী শনিবার নিজেদের চতুর্থ ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এ আসরের সেরা দুই দল পাবে ২০২০ সালের জুনিয়র এশিয়া কাপে খেলার টিকেট।