মুলাদীতে বিভিন্ন খামারের তিন শতাধিক গরু লামফি স্কিন ডিজিসে আক্রান্ত হয়েছে। এনিয়ে উপজেলার খামারীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তবে খামারীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন উপজেলা প্রাণি সম্পদ হাসপাতাল। উপজেলার প্রায় সব এলাকাতেই গরুর এ রোগটি ছড়িয়ে পড়েছে। শুরুতে আক্রান্ত গরুগুলোর পা ফুলে যাচ্ছে। পরবর্তীতে ২/৩দিন জ¦র থাকে, তারপরই গরুর শরীরের বিভিন্ন স্থানে ফোসকা পড়ার মতো ফুলে উঠে এবং গরু দুর্বল হয়ে পরছে। এ অবস্থায় খামারীরা গোয়ালের গরু নিয়ে চিন্তিত হয়ে পরছেন। উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তর পর্যাপ্ত চিকিৎসা সেবা দিতে না পারায় গরুর মালিকদের মধ্য থেকে আতঙ্ক কাটছে না। উপজেলার পৌর সদরের আদর্শ খামারের মালিক শাহজাহান মল্লিক জানান প্রায় ২ মাস আগে তার একটি গাভীর পা ফুলে যায় এবং ২/৩ দিনের মধ্যেই শরীরের বসন্ত রোগের মতো ফোস্কা পড়তে শুরু করে। দ্রুত গাভীটির সমস্ত শরীরে ফোস্কা ওঠে এবং দুর্বল হয়ে পড়ে। চিকিৎসা শুরু করলেও এখন পর্যন্ত গাভীটি সুস্থ্য হয়নি। রোগে আক্রান্ত হওয়ার পূর্বে গাভীটি প্রতিদিন ৮/১০ কেজি দুধ দিতো। কিন্তু লামফি স্কিন ডিজিসে আক্রান্ত হওয়ার দুধ দেওয়া বন্ধ হওয়ার পাশাপাশি চিকিৎসার পিছনে প্রতিদিন ৪০০/৫০০টাকা খরচ হচ্ছে। কাজিরচর ইউনিয়নের ডিক্রিরচর (কাঠেরচর) এলাকার খামারী মোশারেফ হোসেন ভূইয়া জানান তার খামারের ৩টি গরু লামফি স্কিন ডিজিসে আক্রান্ত হয়েছে। গরু গুলোর জন্য প্রতিদিন ১৫০০ থেকে ১৮০০ টাকা খরচ হচ্ছে। উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তর সঠিক চিকিৎসা দিতে না পারায় বাধ্য হয়েই গ্রাম্য হাতুড়ে ডাক্তার দিতে আক্রান্ত গরুর চিকিৎসা করাতে হচ্ছে। আর এ সুযোগে হাতুড়ে ডাক্তাররা তাদের খেয়াল-খুশি মতো চিকিৎসা সেবা দিয়ে গরুর মালিকদের কাছ থেকে টাকা-পয়সা হাতিয়ে নিচ্ছেন। চরাঞ্চলের অল্পশিক্ষিত-অশিক্ষিত মালিকদের গরু এ রোগে আক্রান্ত হলে স্থানীয় নামধারী চিকিৎসকরা ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে বলেও অভিযোগ রয়েছে। এতে গরুর মালিকরা গরু হারানোর পাশাপাশি আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন। এ ছাড়া উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মুলাদীতে যোগদানের পর থেকে ৬ মাসের প্রশিক্ষণে ঢাকায় অবস্থান করায় গরুর চিকিৎসা সেবা ব্যহত হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী খামারীরা। উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সোহেল রানা মোবাইল ফোনে জানান লামফি স্কিন ডিজিস এর সুনির্দিষ্ট কোনো ওষুধ না থাকায় চিকিৎসা সেবা কিছুটা ব্যহত হচ্ছে। তবুও উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা গরুর মালিকদের পরামর্শসহ সাধ্য মতো চিকিৎসা সেবা প্রদান করছেন।