তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ে গতকার বেলা ১২টায় কপোতাক্ষ অববাহিকা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। কপোতাক্ষ অববাহিকা পানি কমিটির সভাপতি এম ময়নুল ইসলামের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ এর প্রকল্প সমন্বয়কারী জাহিন শামস্ সাক্ষর। উত্তরণ কর্মকর্তা দিলীপ সানার পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ আলাউদ্দীন জোয়ার্দার, কপোতাক্ষ অববাহিকা পানি কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক রেজাউল করিম, সহ-সভাপতি মোস্তারী সুলতানা পুতুল,সদস্য অধ্যাপক অচিন্ত্য সাহা, শেখ আবদুল হান্নান, মীর জিল্লুর রহমান, গাজী জাহিদুর রহমান, মোঃ সফিকুল ইসলাম, আশরাফুন নাহার আশা, মঞ্জুয়ারা বেগম, জেবুন্নেছা খানম, মোড়ল আঃ শুকুর, মোছাঃ এসনেয়ারা খানম, রবীন্দ্র নাথ কর্মকার, অধ্যাপক নন্দী দিপঙ্কর, অজিত সরকার, সাবিনা ইয়াসমিন, ঝর্না রানী মন্ডল প্রমুখ।
সভায় কপোতাক্ষ নদীতে চলমান পলির অবক্ষেপন তুলে ধরে করণীয় নির্ধারণ, কপোতাক্ষ নদের ২য় ফেইজের প্রকল্প বাস্তবায়ন কার্যক্রম শুরু এবং কপোতাক্ষ নদের ক্রসড্যাম স্থাপনে নির্দিষ্ট সময়মতো বাস্তবায়নের বিষয়টি উঠে আসে। পাশাপাশি কপোতাক্ষ পাড়ের চলমান টিআরএম এর সুষ্ঠু বিল ব্যস্থাপনাসহ শিবসা নদীর অববাহিকায় টিআরএমকে যুক্ত করে প্রকল্প বাস্তবায়নের জন্য সভায় গুরুত্ব আরোপ করা হয়।