যৌতুক মামলায় যশোরের চৌগাছার মাবুদ নামে এক আসামিকে দেড় বছরের কারাদ- দিয়েছেন আদালত। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঞ্জুরুল ইসলাম বুধবার এ রায় দিয়েছেন। দন্ডপ্রাপ্ত মাবুদ চৌগাছা উপজেলার দূর্গাপুর গ্রামে সমশের আলীর ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, আসামি মাবুদ একই গ্রামের রওশন আলীর মেয়ে পারুল খাতুনকে বিয়ে করেন। বিয়ের সময় নগদ টাকাসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল দেয়া হয়। কিন্তু কিছুদিন যেতে না যেতেই মাবুদ যৌতুকের দাবিতে প্রায়ই পারুলকে নির্যাতন শুরু করেন। যৌতুকের দাবিতে ২০১৮ সালের ১৫ জুলাই পারুলকে মারপিটের পর শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায় মাবুদ। মারপিটের পর স্ত্রী পারুলকে পিতার বাড়ি তাড়িয়ে দেয়। একই বছরের ৩১ জুলাই মীমাংসায় ব্যর্থ হয়ে ৬ আগস্ট যৌতুক নিরোধ আইনে আদালতে মামলা করেন পারুল খাতুন। এ মামলার স্বাক্ষ্য গ্রহণ শেষে আসামি মাবুদকে বিচারক দেড় বছর কারাদন্ডের আদেশ দিয়েছেন।