যশোর সিআইডি পুলিশ আরবি বেগম ওরফে মনি নামে এক নারীর কাছ থেকে ৫২ গ্রাম হেরোইন উদ্ধার করেছে। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। আটক আরবি বেগম বেনাপোলের ভবেরবেড় গ্রামের হাসান ওরফে ইউনুসের স্ত্রী।
সিআইডি ইন্সপেক্টর হারুন অর রশিদ জানান, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে আরবি বেগম শহরের রেলগেট এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। এ সময় সিআইডি পুলিশ তাকে আটক করে। এরপর সিআইডি ক্যাম্পে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি পলিথিনে মোড়ানো ৫২ গ্রাম হেরোইন বের করে দেন। আরবি বেগম হেরোইন নিয়ে যশোরের অভনগরে যাচ্ছিলেন বলে পুলিশকে জানিয়েছেন।