যশোর জেনারেল হাসপাতাল থেকে পকেটমার সন্দেহে সালমা বেগম নামে এক নারী আটক হয়েছেন। বুধবার দুপুর ১২ টার দিকে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর লোকজন তাকে ধরে পুলিশে দেয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, এদিন সকালে যশোর শহরের শেখহাটি জামরুলতলা মোড় এলাকার মায়মুনা খাতুন হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। অভিযোগ উঠেছে, আউটডোর থেকে টিকিট নেয়ার সময় তার কাছে থাকা টাকাসহ ব্যাগটি তুলে নেন সালমা। তিনি খুলনা খানজাহান আলী থানার মীরেরডাঙ্গা এলাকার রহমান আলীর স্ত্রী। বিষয়টি টের পেয়ে তিনি সালমার কাছে থাকা ব্যাগ তল্লাশি করতে চাইলে তিনি আপত্তি জানান। এ সময় ঘটনাস্থলে বহু লোক জড়ো হয়ে যায়। তখন হাসপাতালে সার্বক্ষণিক ডিউটিতে থাকা পুলিশ এসে সালমাকে চ্যালেঞ্জ করে। পরে তার ব্যাগ তল্লাশি করে সেখান থেকে খোয়া যাওয়া ব্যাগটি উদ্ধার হয়। পরে সালমাকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, তিনি পকেটমার কি না তা বলতে পারছি না। ক্ষতিগ্রস্তরা এখনও থানায় আসেননি। তিনি এলে এবং অভিযোগ দেয়ার পরই বিষয়টি পরিস্কার হবে।