ময়মনসিংহের গফরগাঁওয়ে চাঞ্চলকর আরিফুল ইসলাম খান হত্যা মামলার প্রধান আসামি হারুন খানকে (৫৫) ভারতে পালিয়ে যাওয়ার সময় দুর্গম সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করেছে পাগলা থানা পুলিশ। গত বুধবার রাতে তাকে ভারতীয় দুর্গম সীমান্ত থেকে গ্রেফতার করা হয়।
জানা যায়, উপজেলার টাঙ্গাব ইউনিয়নের চাকুয়া গ্রামের আবুল হাসেম খানের ছেলে আরিফুল ইসলাম খান হত্যা মামলার প্রধান আসামি হারুন খান। সে ভারতে পালিয়ে যাওয়া জন্য সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার শাহ আরফিন এলাকায় অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পাগলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ফায়েজুর রহমান বুধবার রাতে ফোর্সসহ ওই এলাকায় অভিযান চালান। পুলিশীর উপস্থিতি টের পেয়ে আসামি হারুন খান ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ভারতীয় দুর্গম সীমান্তের প্রায় ৫’শ গজের ভেতর থেকে তাকে গ্রেফতার করে পাগলা থানায় নিয়ে আসে পুলিশ।
পাগলা থানার ওসি মোহাম্মদ শাহিনূজ্জামান খান জানান, গতকাল বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃত আসামি হারুন খানকে আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেল হাজতে পাঠানো হয়েছে।