পটুয়াখালীর কলাপাড়া উপজেলার তেগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর চালু করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় সততা স্টোরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান।
বিদ্যালয় মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহাদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মেজবাহউদ্দিন মাননু। দুর্নীতি দমন কমিশন পটুয়াখালী জেলা সমন্বিত কার্যালয়ের আর্থিক সহযোগিতায় তেগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর চালু করা হয়। শিক্ষার্থীদের মধ্যে সততা ও মূল্যবোধ চর্চার লক্ষ্যে বিক্রেতা বিহীন শিক্ষাসামগ্রী বিক্রির জন্য সততা স্টোর চালু করা হয়।