পটুয়াখালীর কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) অফিস থেকে পাঁচ একর ভূমির লিজ সংক্রান্ত একটি নথি গায়েব হওয়ার লিখিত অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয়, নথি গায়েব করে মাছের ঘেরের রাস্তা কেটে প্রায় ২৫ লাখ টাকার মাছ নদীতে নামিয়ে দেওয়া হয়েছে। এ ক্ষতি ও নথি গায়েবের জন্য কলাপাড়া ভূমি অফিস কর্মকর্তাদের দায়ী করে বৃহস্পতিবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক অ্যাডভোকেট শামিম আল সাইফুল সোহাগ।
লিখিত অভিযোগে তিঁনি দাবি করেন, কলাপাড়ার বড় বালিয়াতলী ইউনিয়নের সোনাপাড়া মৌজায় ২০০৯ থেকে অদ্যাবধি তার ১৫ একরের একটি মাছের ঘের আছে। ঘেরে তিনি চিংড়ি ও সাদা মাছ চাষ করেছেন। এজন্য পাঁচ একর জলমহল ভূমি অফিস থেকে তিনি মিস-কেস নং-০৬-কে-২০০৯-২০১০ মূলে তিন বছরের লিজ নেন। পরে লিজ বর্ধিত করার জন্য ভূমি অফিসে গেলে অফিস তালবাহানা করায় তিনি জানতে পারেন লিজের ফাইলটি অফিস থেকে গায়েব হয়ে গেছে।
সোহাগ তার লিখিত বক্তব্যে আরও জানান, ’ ওই পাঁচ একর জমি নিয়ে সিভিল মামলাও বিদ্যমান আছে এবং নিষেধাজ্ঞা রয়েছে। তা সত্ত্বেও ভূমি অফিসের তহশীলদার কামরুল ইসলাম সহ স্থানীয় নুর ছায়েদ, সোহেল, নুরমোহম্মদ ও নেছার মিয়া গত সপ্তাহে ঘেরের রাস্তা কেটে ফেলায় তার ২৫ লক্ষ টাকার মাছ নদীতে নেমে যায়। কামরুল ইসলাম প্রভাবহমান খাল বা নদী না হওয়ার পরও অনৈতিক ভাবে ঘেরের রাস্তা কেটে ক্ষতি করে এবং লিজের ফাইলটি অফিস থেকে গায়েব করে।
এ বিষয়ে কলাপাড়া ভূমি অফিসের তহশীলদার মো. কামরুল ইসলাম জানান, স্থানীয় নারী ইউপি সদস্য মর্জিনা বেগমসহ শত শত মানুষের উপস্থিতিতে জলাবদ্ধতা নিরসনের জন্য ঘেরের রাস্তা কাঁটা হয়েছে। আমি ছয় মাস হল এখানে এসেছি। আমার বিরুদ্ধে নথি গায়েবের যে অভিযোগ এনেছে তা মিথ্যা।
কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাশ জানান, ’আমি কলাপাড়ায় যোগদানের পূর্ব থেকেই লীজ সংক্রান্ত নথিটি অফিসে পাওয়া যায়নি। তাছাড়া আমরা ওই পাঁচ একর জমির উপর উপর জেলা প্রশাসকের সাইন বোর্ড দিয়েছিলাম, যেটি পরবর্তীতে সরিয়ে ফেলা হয়েছে। এ ছাড়া আমরা এখন আর কোন লীজ দেইনা। সেক্ষেত্রে লীজ সংক্রান্ত নথিটি থাকলেও কোন লাভ হতো না।