নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবীতে বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী-লক্ষ্মীপুর সড়কের চৌরাস্তা বীরশ্রেষ্ঠ রুহুল আমিন চত্ত্বরে বৃহত্তর নোয়াখালী অন লাইন পরিবারের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিভাগ বাস্তবায়নের দাবীতে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বেগমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ওমর ফারুক বাদশা, ভাইস চেয়ারম্যান নূর হোসেন মাসুদ, বিভাগ বাস্তবায়ন আন্দোলনের নেতা রহিম রবি সহ অনেকেই।
এ সময় মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তাগণ অভিলম্বে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন করে নোয়াখালীবাসীর স্বপ্ন পূরণের দাবী জানান।