 
		
	রংপুরের পীরগাছার পারুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, সেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির অভিযোগ করেছেন ওই ইউনিয়নের ১২ জন ইউপি সদস্য। তারা চেয়ারম্যানের অনিয়ম ও দূর্ণীতি বন্ধের দাবিতে ৫ দিনের আল্টিমেটাম দিয়ে গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন। ফলে ইউনিয়নটির সকল কার্যক্রমে স্থবিরতা সৃষ্টি হয়েছে। 
জানা গেছে, উপজেলার পারুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ খাঁন দায়িত্ব গ্রহনের পর থেকে ইউপি সদস্যদের মতামত ও পরামর্শকে তোয়াক্কা না করে নিজ খেয়াল খুশিমত পরিষদের কাজ চালিয়ে অবৈধভাবে অর্থ হাতিয়ে নিচ্ছেন। তিনি দীর্ঘদিন ধরে পরিষদে মাসিক সভা না করে সিদ্ধান্ত বহিতে ইউপি সদস্যদের স্বাক্ষর জাল করেছেন। ইউপি সদস্যরা অভিযোগ করে বলেন, জনপ্রতিনিধি হিসেবে তাদের মর্যাদা ক্ষুন্ন করে চলছেন ওই চেয়ারম্যান। এছাড়াও চেয়ারম্যান ননওয়েজ সম্পর্কিত প্রকল্পগুলো সদস্যদের মতামত গ্রহন না করে নিজের খেয়াল খুশি মত সিদ্ধান্ত গ্রহন করে আসছেন। ভিজিএফ-ভিজিডি, এডিবি, বয়স্ক-বিধবা, মাতৃত্ব ও প্রতিবন্ধী ভাতা প্রদানের ক্ষেত্রে তিনি নিয়মনীতি উপেক্ষা করে সুবিধাভোগিদের কাছ থেকে অর্থ গ্রহন করে থাকেন। এদিকে প্রতিবছর এলজিএসপি প্রকল্পের সমুদয় টাকা ভূয়া প্রকল্প দেখিয়ে আতœসাত করে করেন। এতে ইউনিয়নটিতে উন্নয়ন কার্যক্রম ব্যহত হয়ে পড়ছে। এছাড়াও বিবাহের ক্ষেত্রে কম বয়সী মেয়েদের জন্ম নিবন্ধন সনদে বয়স বাড়িয়ে দেয়ায় ইউনিয়নটিতে বাল্য বিয়ের প্রবণতা বেড়েই চলছে। অপরদিকে বসতবাড়ির আদায়কৃত ট্যাক্সের টাকা, জন্ম ও মৃত্যু সনদ, ট্রেড লাইসেন্স এবং হাট-বাজারের সরকারি অংশের টাকা উত্তোলন করে আতœসাত করেন। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে হতদরিদ্র পরিবারের বসতবাড়ি নির্মাণ প্রকল্পে বাস্তবায়নে তিনি কথিত সুবিধাভোগীদের নিকট অর্থের বিনিময়ে প্রদান করায় প্রকৃত হতদরিদ্ররা বঞ্চিত হচ্ছেন। এডিবি’র বরাদ্দকৃত টিউবওয়েল ও সেলাই মেশিন একক সিদ্ধান্তে উৎকোচ নিয়ে দিয়ে থাকেন। বিভিন্ন সময়ে ইউনিয়ন পরিষদের রাস্তায় লাগানো গাছ বিক্রির কমিশনের ৮ লাখ টাকা এ্যাম্বুলেন্স ক্রয়ের নামে পকেটস্থ করেছেন। অন্যদিকে প্যানেল চেয়ারম্যান মনোনীত করার বিধান থাকলেও তিনি তা করেননি। ইউপি সদস্যদের সম্মানী ভাতা (ইউপি অংশ) তিন বছর যাবত প্রদান না করে তালবাহনা করে আসছেন। এভাবে ওই চেয়ারম্যান অনিয়ম ও দুনীতির মাধ্যমে অর্জিত অর্থে সম্পদের পাহাড় গড়ে তুলছেন বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ইউপি সদস্যরা। চেয়ারম্যানের এসকল কাজের প্রতিবাদ করলে ইউপি সদস্যদের লাঞ্চিত ও হয়রানীর শিকার হতে হয় ইউপি সদস্যদের। সম্প্রতি ইউপি সদস্য সাইফুল ইসলাম ও আফজাল হোসেন অনিয়ম ও দূর্ণীতির প্রতিবাদ করায় চেয়ারম্যান তার পেটোয়া বাহিনী দিয়ে মারপিট ও লাঞ্চিত করেন। 
এসকল বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ খানের নিকট জানাতে চাইলে, তিনি ইউপি সদস্যদের অভিযোগ সত্য নয় বলে দাবি করেন।