12.09.19.jpg) 
		
	আরপিএমপি উপ পুলিশ কমিশনার ( সদর) মহিদুল ইসলাম বলেছেন, নিরাপদ সড়ক গড়তে সকলকে ট্রাফিক নির্দেশনা মানতে হবে। সড়কে মৃত্যুর মিছিল কমাতে হবে। সরকারের নির্দেশনা অনুযায়ী অটোরিক্সা, ভটভটি, নছিমন চলাচল সীমিত করা হয়েছে। রংপুরের প্রধান সড়কের পয়েন্টগুলোতে ভ্রাম্যমাণ বাজার বসানো বন্ধ করা হয়েছে। নিয়মিত চেকপোষ্ট বসিয়ে গাড়ির কাগজ পরীক্ষা করা হচ্ছে। চালকদের ট্রাফিক সাইন অনুসরণ করার জন্য শ্রমিক ইউনিয়নগুলোতে মতবিনিময় অব্যাহত রয়েছে। গাড়ির ফিটনেস ও চালকের ড্রাইভিং লাইসেন্স সবসময় গাড়িতে রাখতে হবে। আমরা সড়কে সেবা দিতে প্রস্তুত রয়েছি। যে কোন সমস্যায় পুলিশের সেবা গ্রহণ করুন। তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে আরপিএমপি ট্রাফিক বিভাগের আয়োজনে মটর শ্রমিক নেতাকর্মীদের সাথে ট্রাফিক সচেতনতামুলক কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 
রংপুর মেট্রোপলিটন পুলিশের ১ম বর্ষপূর্তি উপলক্ষে সপ্তাহব্যাপী ট্রাফিক সচেতনতামুলক কর্মসূচীতে জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম মুকুলের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন রংপুর বিভাগীয় ও জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদ। অনুষ্ঠানে নিরাপদ সড়কে গড়তে ট্রাফিক সচেতনতা বিষয়ে আলোকপাত করেন আরপিএমপি ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার ফরহাদ ইমরুল কায়েস, ট্রাফিক ইনচার্জ ( উত্তর) দেলোয়ার হোসেন, (দক্ষিণ) বেলাল হোসেন, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি তমিজ উদ্দিন তমেজ, নুর মোহাম্মদ নুরু, সহ সাধারণ সম্পাদক রোনাচুর জামান মিন্টু, কোষাধ্যক্ষ শাহরিয়ার হোসেন বিটুল, দপ্তর সম্পাদক সিদ্দিকুল ইসলাম টিটু, শিক্ষা ও ক্রীড়া সম্পাদক মনোয়ার হোসেন, সড়ক সম্পাদক মোতালেব হোসেন, আবদুল মালেক, কার্যকরী সদস্য ওবায়দুল ইসলাম, ইউসুব আলী প্রমুখ। পরে অতিথিবৃন্দ টার্মিনাল সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনে সচেতনতামুলক লিফলেট বিতরণ করেন।