জেলার মুলাদী উপজেলার সদর ইউনিয়নের মধ্য চরলক্ষীপুর গ্রামের বাসিন্দা বাবুল হাওলাদার ও তার স্ত্রী ফাহিমা বেগম তাদের দুই পুত্র সন্তানকে হারিয়ে এখন পাগল প্রায়। তাদের শান্তনা দেয়ার ভাষা নেই স্বজনসহ এলাকাবাসীর।
বাবুলের ভাই নুরুল ইসলাম হাওলাদার জানান, কয়েক মাস আগে তার ছোট ভাতিজা পানিতে ডুবে মারা গেছে। এরপর তার ভাই ও ভাবী তাদের একমাত্র পুত্র ফরহাদ হোসেন জিহাদকে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখেছেন। বুধবার তাদের সেই স্বপ্নও ভেঙ্গে গেছে। ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফরহাদ হোসেন জিহাদ (১৪) মারা গেছে। সে (জিহাদ) চর লক্ষীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অস্টম শ্রেনীর ছাত্র ছিলো।
হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের ইউনিটি-৪ এর প্রধান ডাঃ অসীত ভূষন দাস বলেন, গত ১০ সেপ্টেম্বর দিবাগত রাতে ডেঙ্গু জ¦রে আক্রান্ত জিহাদকে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি করা হয়। বুধবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। ওইদিন রাতেই মরহুমের জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়েছে।