শিশু অধিকার সনদ, আন্তর্জাতিক চুক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ আইনি কাঠামো এবং বিশেষ শিশুনীতি গ্রহণ, দেশের সকল শিশু বিশেষ করে দুঃস্থ শিশুদের কল্যাণ সাধনে সরকারী-বেসরকারী কর্মকর্তা ও সচেতন নাগরিকদের করণীয় বিষয় সভা বুধবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
জেলার গৌরনদী উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে বেসরকারী উন্নয়ন সংস্থা প্লান ইন্টারন্যাশনাল, গালস্ এ্যাডভোকেসি এ্যালাইন্স, আভাস ও এইড’র যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা খানম, সহকারী শিক্ষা কর্মকর্তা লিটু চ্যাটার্জি, ডাঃ অমূল্য রতন বাড়ৈ, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি প্রেমানন্দ ঘরামী, আভাসের প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ মনিরুজ্জামান, প্রজেক্ট কর্মকর্তা নাসরিন খানম প্রমুখ।