বরিশালের গৌরনদী উপজেলার নরসিংহলপট্টি এলাকা থেকে মঙ্গলবার বিকেলে আট জুয়ারীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- নরসিংহলপট্টি এলাকার চিহ্নিত জুয়ারী কাইউম সরদার, জাহিদ সরদার, মাসুদ সরদার, মোর্সেদ খান, নাইম সরদার, মামুন সরদার, সাব্বির সরদার, মিলন সরদার। একইদিন বিকেলে আটককৃতদের গৌরনদী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নেয়া হলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে তিনশত টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান।