গেল বছরের নভেম্বরে মালাবদল করেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন পপ তারকা নিক জোনাস। বিয়ের পর এই জুটিকে নিয়ে আলোচনার কমতি ছিল না। এমনকি সংসার টিকবে কিনা তা নিয়েও বিশ্লেষণ করেন সমালোচকরা। এখনো বেশ কানাঘোষা চলে। যদিও সামাজিক মাধ্যমে প্রকাশ করা ছবি দেখলে মোটেও মনে হয় না সংসারে শান্তির কমতি আছে। বিভিন্ন সময় তাদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি প্রকাশের কারণে এই দুইজন ভাইরাল হয়েছেন। সম্প্রতি নিক ও প্রিয়াঙ্কা টরেন্টো চলচ্চিত্র উৎসবে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবির প্রচারে গিয়েছিলেন। ছবির প্রচারে গিয়ে পরিচালক ও প্রিয়াঙ্কা-নিকের বিষয়ে গোপন একটি তথ্য ফাঁস করেছেন।
ইন্ডিয়া টুডেকে প্রিয়াঙ্কা বলেন, আমাদের বিয়ের চারদিন আগে ‘দ্য স্কাই ইজ পিংক’ ছবির শুটিং করছিলাম। নিকও একই সেটে ছিল। সেটের প্রস্তুতি ছিল বিয়ের। আমার সহ-প্রযোজক ও ছবির পরিচালক সোনালি বোস তারা সহযোগিতা করছিল। শুটিংয়ে ফারহান আখতারের সঙ্গে একটি অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য ছিল। সেটি নিক দেখে ফেলে। হঠাৎ আমি ঘুরলাম, নিক আমার পাশে দাঁড়িয়ে ছিল। খেয়াল করলাম সে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে।