মুলাদীতে বালুর কার্গোর ধাক্কায় ট্রলার ডুবিতে নিখোঁজ মৎস্যচাষী সানাউল্লাহ সিকদারের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মুলাদী থানা পুলিশ উপজেলার নাজিরপুর ইউনিয়নের নাতিরহাট ও জালালপুর এর মাঝমাঝি এলাকা থেকে সানাউল্লাহর ভাসমান লাশ উদ্ধার করে। গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে নাতিরহাটের দক্ষিণ পার্শ্বে আড়িয়ালখা নদীতে সিলেটগামী একটি বালুর কার্গো বিপরীত দিক থেকে আসা একটি ট্রলারকে ধাক্কা দিলে ট্রলারে থাকা ৫/৬জন লোক নদীতে ছিটকে পরে। সাতরে সবাই পাড়ে উঠতে পারলেও মুলাদী সদর ইউনিয়নের ভাঙ্গারমোনা গ্রামের মৃত মোবারক সিকদারের পুত্র সানাউল্লাহ নিখোঁজ হয়। নিখোঁজের প্রায় ৩০ ঘন্টা পরে সানাউল্লাহর ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় সংবাদ দিলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এ ঘটনায় সানাউল্লাহর ভাই বেলায়েত সিকদার বাদী হয়ে কার্গো চালক সাইফুল ইসলাম, গ্রীজার হাবিবুর রহমানসহ ৪জনকে আসামি করে মুলাদী থানায় মামলা দায়ের করেছেন।