বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসবকলীগ আশাশুনি উপজেলা শাখার সম্মেলনকে সামনে রেখে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে আশাশুনি বাজার চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এস এম সাহেব আলির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে মোবাইলের মাধ্যমে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী। বিশেষ অতিথি ছিলেন, উপদেষ্টা কন্ট্রাক্টর নজরুল ইসলাম, উপজেলা সহ-সভাপতি আঃ হাদী ও বাবুল আক্তার, যুগ্ম সম্পাদক মোঃ শামীম, সাংগঠনিক সম্পাদক জি এম মঞ্জুরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, কলেজ সভাপতি তাজ, রাসেল, বিভিন্ন ইউনিয়ন সভাপতি/সেক্রেটারী এবং উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। সভায় জেলার নির্দেশক্রমে আগামি ১১ অক্টোবর উপজেলা সম্মেলনের দিন ধার্য করা হয়। এ ছাড়া খাজরা ইউনিয়ন সেক্রেটারী রোকনুজ্জামানের নামে মিথ্যা মামলা (নং ৫/২২২) রুজুর প্রতিবাদ জানান হয়। যারা আগামি ইউপি নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুক তাদেরকে দলীয় কার্যক্রমের পাশাপাশি জনগণের পাশে থেকে কাজ করতে আহবান জানান হয়।