পাটকেলঘাটা থানার এস,আই ফরিদ’র বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার,নিরীহ মানুষেদের হয়রানী মাদক বিক্রেতা ও সেবীদের সঙ্গে সক্ষতা গড়ে তোলে ও ঘুষ বানিজ্য অভিযোগে গতকাল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পুলিশ লাইনে ক্লোজড করা হযেছে। গত ২লা সেপ্টম্বর মধ্যরাতে টহলঅবস্থায় থানার সরুলিয়া মাদরাসার সামনে থেকে মন্টু ও প্রকাশ ঘোষকে বিপুল পরিমান ফেনসিডিলি সহ আটক করে। গভীর রাতে অনেক দেন দরবার শেষে প্রায় ১লক্ষ টাকার বিনিময় এ ঘটনায় পুলিশে উর্দতন কর্তৃপক্ষের গোচরিভূত হলে গতকাল দুপুরে বিতর্কিত এস,আই ফরিদ,এ এস আই সুজিত ও ড্রাইভার বেলালকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়।
উল্লেখ্য গত ১২/৭/২০১৯ ইং তারিখ সন্ধা সাড়ে ৬টার সময় দলুয়া সড়কের জামতলা নামক স্থান থেকে থানার দুধলী গ্রামের তপন বিশ্বাসের ছেলে অমীয় বিশ্বাস (২০) গোবিন্দ সরকারের ছেলে তাপস সরকার (১৯) একই গ্রামের আকবার গাজীর ছেলে শিমুল গাজী (২২)কে ১০০ গ্রাম গাজাসহ আটক করে থানায় নিয়ে আসে। দেন দরবার শেষে রাত ১-৩০মিনিটের দিকে মোটা অংকের টাকার বিনিনিময়ে তাদেরকে ছেড়ে দেয়। এ বিষয়ে পাটকেলঘাটা থানা ওসি রেজাউল ইসলাম এই প্রতিবেদকের সাথে কথা হলে তিনি সত্যাতা স্বীকার করে বলেন তাদেরকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।