কালিগঞ্জের চাম্পাফুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক আবদুল লতিফ মোড়লের স্ত্রী হাসনা হেনা লতিফ (৪৫) আর নেই। রবিবার (৮ সেপ্টেম্বর) সকাল ৮ ঘটিকার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। হাসনা হেনা লতিফ দীর্ঘদিন যাবত হৃদরোগে ভুগছিলেন। সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯ টায় চাম্পাফুল ইউনিয়নের রাজাপুর গ্রামে নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।