মুলাদীতে পানিতে ডুবে ইতি আক্তার নামের এক বুদ্ধিপ্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার বেলা ১টার দিকে উপজেলার গাছুয়া ইউনিয়নের সৈয়দেরগাঁও গ্রামের ফরিদ খন্দকারের মেয়ে ইতি (১২) বাড়ির সামনে পুকুরে ডুবে মারা যায়। ফরিদ খন্দকার জানান জন্ম থেকেই তার মেয়ে বুদ্ধিপ্রতিবন্ধী। রবিবার বেলা ১টার দিকে সবার অলক্ষে ইতি বাড়ির সামনে পুকুরে পড়ে যায়। বেশ কিছু সময় ইতিকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু হয় এবং পুকুর থেকে ইতিকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।