মুলাদীতে বালুর জাহাজের ধাক্কায় ট্রলার ডুবিতে একজন নিখোঁজ হয়েছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের নাতিরহাটের দক্ষিণ পার্শ্বে আড়িয়ালখা নদীতে খুলনা থেকে সিলেটগামী একটি কার্গো বিপরীত দিক থেকে আসা ট্রলারকে ধাক্কা দিলে মৎস্যচাষী সানাউল্লাহ সিকদার নিখোঁজ হন। সানাউল্লাহ সিকদার মুলাদী সদর ইউনিয়নে ভাঙ্গারমোনা গ্রামে ভাঙ্গারমোনা গ্রামের মৃত মোবারক সিকদারের পুত্র। প্রত্যক্ষদর্শীরা জানান সানাউল্লাহ সিকদারসহ ৫/৬জন লোক ট্রলার নিয়ে উপজেলার নাজিরপুর বন্দর থেকে ভাঙ্গারমোনা গ্রামের দিকে আসতে ছিলো। রাত সাড়ে ৯টার দিকে ট্রলারটি নাতিরহাট বাজারের কাছে পৌঁছলে সিলেটগামী এমভি কাওসার নামের একটি কার্গো ট্রলারটিকে ধাক্কা দেয়। এ সময় ট্রলারে থাকা লোকজন নদীতে ছিটকে পড়ে যায়। অন্যান্য লোকজন সাতরে তীরে উঠতে পারলেও সানাউল্লাহ নিখোঁজ হন। ঘটনার পর পরই স্থানীয়রা ট্রলার নিয়ে ধাওয়া করে নাজিরপুরের সাহেবেরচর এলাকায় কার্গোটিকে আটক করে। সংবাদ পেয়ে নাজিরপুর নৌ-থানা পুলিশ কার্গোটি জব্দ করে এবং ৪জনকে গ্রেফতার করে গতকাল রবিবার বেলা ১২টার দিকে মুলাদী থানায় হস্তান্তর করে। গ্রেফতারকৃতরা হলেন কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার রামায়েতকান্দি গ্রামের মালু বেপারীর পুত্র কার্গো চালক সাইফুল ইসলাম, রুহুল আমিন বেপারীর পুত্র গ্রীজার হাবিবুর রহমান, রহিম বেপারীর পুত্র শাহাদাত হোসেন এবং নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার রূপসী গ্রামের জামাল উদ্দীনের পুত্র জসিম উদ্দীন। এ ঘটনায় নিখোঁজের ছোট ভাই বেলায়েত হোসেন সিকদার বাদী হয়ে আটককৃত ৪জনকে আসামি করে মুলাদী থানায় মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে মুলাদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফয়েজ উদ্দীন ট্রলার ডুবি ও নিখোঁজের সত্যতা স্বীকার করে জানান অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এরির্পোট লেখা পর্যন্ত নিখোঁজ সানাউল্লাহ সিকদারের কোনো সন্ধান পাওয়া যায়নি।