বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষনের অভিযোগে দায়ের করা মামলায় নিখিল চন্দ্র শীল নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের রায় দিয়েছে আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমান অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদ- প্রদান করা হয়।
রবিবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত নিখিল চন্দ্র শীল ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার পূর্ব দপদপিয়া এলাকার বাসিন্দা লক্ষী চন্দ্র শীলের পুত্র। আদালত সূত্রে জানা গেছে, আসামির সাথে নলছিটির রায়পাশা এলাকার বাসিন্দা ভিকটিমের সাথে বিবাহের কথাবার্তা হয়। সে সুবাদে দন্ডপ্রাপ্ত নিখিল চন্দ্র শীল ভিকটিমকে ২০১৪ সালের ১১ ডিসেম্বর বরিশাল নগরীর বিবির পুকুর এলাকায় নিয়ে আসে। কৌশলে ভিকটিমকে নিয়ে নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে ওঠে নিখিল। পরে ভিকটিমকে ওই হোটেলে বসে একাধিকবার ধর্ষন করে এবং পরেরদিন বিয়ের আশ্বাস দিয়ে হোটেল ত্যাগ করে। পরবর্তীতে বিয়ে নিয়ে নিখিল চন্দ্র শীল তালবাহানা শুরু করলে ২০১৫ সালের ১০ জুন ওই ভিকটিম বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। থানার এসআই মোঃ শামীম হোসেন ২০১৬ সালের ২০ সেপ্টেম্বর আদালতে চার্জশীট দাখিল করেন। আদালত স্বাক্ষীদের স্বাক্ষ্যগ্রহণ শেষে উল্লিখিত রায় ঘোষণা করেছেন বলে জানিয়েছেন স্পেশাল পিপি ফয়জুল হক।