“পরিকল্পিত ফল চাষ,যোগাবে পুষ্টি সম্মত খাবার” এ শ্লোগান নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় তিনদিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু হয়েছে। রোববার সকাল ১০টায় কলাপাড়া উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান।
কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল মান্নানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির ব্ক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, উপজেলা প্রকৌশলী মো. আবদুল মান্নান, প্রেসক্লাব সভাপতি মো. হুমায়ুন কবীর, উপজেলা বন কর্মকর্তা আবদুস সালাম প্রমুখ। সভায় উপজেলার ২৫টি ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে ২০টি করে গাছের চারা বিতরণ করা হয়।
সভা শেষে অতিথিরা উপজেলা সামনে ফলদ বৃক্ষ মেলার ১২টি স্টল ঘুরে দেখেন। মেলায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কৃষকরা আধুনিক কৃষি প্রযুক্তি ও চাষাবাদ সম্বন্ধে ধারণা নেয়াসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা সংগ্রহ করেন।