কচুয়ায় সিঁদ কেটে ঘরে ঢুকে বাড়ির মালিককে কুপিয়ে গুরুতর আহত,স্বণালংকার সহ নগদ টাকা চুরি।জানা যায় গতকাল শনিবার গভীর রাতে কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের শহবৎকাঠি গ্রামের আলমগীর খানের পুত্র আবু বক্কার সিদ্দিক লিট ুখানের ঘরের দক্ষিন পাশ থেকে দুঃষ্কৃতিকারিরা সিঁদ কেঁটে ঘরে ঢুকে মালামাল চুরি করতে গেলে,ঘরের মালিক লিটুর স্ত্রী সিমু বেগম টের পেয়ে গিয়ে, সে ডাক চিৎকার দেয়। এ সময় ঘরের মালিক লিটু খানের ঘুম ভেঙ্গে গেলে সে দুঃষ্কৃতিকারিদের একজনকে ধরে ফেলে, এসময় দুঃষ্কৃতিকারিরা মালিক লিটুর শরীরের বিভিন্ন জায়গায় এলোপাথারী কুপিয়ে গুরুতর আহত করে অঞ্জান অবস্থায় ফেলে রেখে ,স্বণালংকার সহ নগদ টাকা চুরি করে নিয়ে পলিয়ে যায়। পরে এলাকাবাসী লিটুকে উদ্ধার করে কচুয়া হাসপাতালে ভর্তি করে।আহত লিটু খান কচুয়া হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কচুয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।
এদিকে গতকাল সন্ধায় কচুয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মঘিয়া ইউনয়নের চরসোকুর এলাকা থেকে চাঁন মিয়া সেখ(৬৫) নামে এক সাজা খাটা ডাকাততে আটক করেছে। চাঁন মিয়া সেখ পার্শবর্তী পিরোজপুর জেলার নাজিরপুর থানার রঘুনাথপুর গ্রামের মোবারক সেখের পুত্র।
কচুয়ায় এক প্রতারক আটক।
কচুয়ায় উপজেলার গোপালপুর গ্রামের হাসেন আলী সেখের পুত্র প্রতারক আঃ মান্নান সেখ আটক।জানা যায় উপজেলার বাধাল ইউনিয়নের পানবারিয়া গ্রামের হাসেম আলী সেখের পুত্র আঃ মান্নান সেখ এর লালমুক্তি বার্তার সার্টিফিকেট (যাহার নম্বর-০৪০৩০৫৫০৬৩) গোপনে নিয়ে গোপালপুর গ্রামের হাসেন আলী সেখের পুত্র প্রতারক আঃ মান্নান সেখ মুক্তিযোদ্ধা হিসেবে বিভিন্ন কাজ করে আসছিল, বিষয়টি জানতে পেরে পানবাড়িয়া গ্রামের হাসেম আলী সেখের পুত্র আঃ মান্নান সেখ ২বছর পূর্বে বাগেরহাট কোর্টে মামলা করেন । গত ০৫-০৯-১৯ তারিখ মহামান্য আদালত গোপালপুর গ্রামের হাছেন আলী সেখের পুত্র প্রতারক আঃ মান্নান সেখকের সার্ঠিফিকেট জাল সার্টিফিকেট প্রমানিত হওয়ায় তাকে দেড় বছরের জেল ও ১০ হাজার টাকা জরিমানা করেন, উক্ত টাকা না দিতে পারলে আরও ৬মাসের জেলের নির্দেশ দেন। গতকাল বাগেরহাট কোর্ট পুলিশ তাকে আটক করে জেল হাজতে প্রেরন করেছে।
কচুয়া উপজেলার ডেপুটি কমান্ডার শিকদার হাবিবুর রহমান আমাদের প্রতিনিধিকে জানান যে, বিষয়টি আমরা জানতে পেরে সংগে সংগে পানবাড়িয়া গ্রামের হাসেম আলী সেখের পুত্র আঃ মান্নান সেখকে আমরা বাগেরহাট কোর্টে মামলা করতে নির্ধেশ দেয়, এবং মহামান্য আদালত কতৃক মামলার সঠিক রায় হওয়ায় মামলার রায়ে আমরা খুশি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট
(অনুর্ধ-১৭)এর কোয়াটার ফাইনালে কচুয়া একাদশের ৭-০ গোলে বিজয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট(অনুর্ধ-১৭)-২০১৯ এর ১ম কোয়াটার ফাইনাল খেলা যুব ও ক্রীড়া মন্ত্রনায়লয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়াসংস্থা উদ্যেগে গতকাল উপজেলার কচুয়া সিএস পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে কচুয়া একাদশ ও রাড়িপাড়া একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়্। খেলায়া কচুয়া একাদশ রাড়িপাড়া একাদশকে ৭-০ গোলে পারজিত করে। কচুয়া একাদশের অধিনায়ক রাফি,কাওসার ও বদিরের হ্যট্রিকের মাধ্যমে এ বিজয় হয়। উক্ত খেলোয়াররা খেলার ১মার্ধে ৩টি গোল করে কচুয়া একাদশকে বিজিত করে, পরে আবার দ্বিতীয়ার্ধে ৪টি গোল করে মোট ৭-০ গোলে রাড়িপাড়া একাদশকে পরাজিত করে তাদের কচুয়া একাদশ দল নিশ্চিত বিজয় ছিনিয়ে নেয়। খেলা পরিচালনা করেন তৈয়াবুর রহমান, মোঃ লাচ্চু ও মোঃ নাজমুল হাসান।
উপজেলা ক্রীড়াসংস্থার সদস্য ও কচুয়া সদর ইউনিয়ন চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামানের সভপতিত্বে অনুষ্ঠিত খেলায় উপস্থিত ছিলেন সদস্য সচিব উপজেলা ক্রীড়াসংস্থা অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ফিরোজ আহম্মেদ, অফিসার্স ইন চার্জ কচুয়া থানা শেখ সফিকুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়াসংস্থার সদস্য মীর আওসাফুর রহমান মারুফ, উপজেলা ক্রীড়াসংস্থার সদস্য মোঃ ফয়জুল হক পল্লব, ক্রীড়াসংস্থার মেহেদী হাসান বাবু, ও ক্রীড়াসংস্থার নাহার আক্তার সহ উপজেলার সকল ইউনিয়ন চেয়ারম্যান ও ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ।##
কচুয়ায় “ বাগেরহাট টুযেন্টি ফোর”ডট কমের প্রতিষ্ঠা বাষির্কী পালিত।
কচুয়ায় বাগেরহাট জেলার সবচেয়ে জনপ্রিয় সংবাদ মাধ্যম “ বাগেরহাট- টুযেন্টি ফোর”ডট কমের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনের মধ্যদিয়ে কচুয়ায় পালিত হয়েছে।গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় কচুয়া প্রেসক্লাবের মীর সাখাওয়াত আলী দারু মিলনায়তনে কেক কেটে এর শুভ উদ্ভোধন করা হয়।
এ সময়ে বাগেরহাট টুয়েন্টি ফোর ডট কমের সম্পাদক খোন্দকার নিয়াজ ইকবাল এর সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসাবে বক্তৃতা করেন কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরোয়ার, থানা অফিসার ইনচার্জ শেখ সফিকুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.বেলফার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজরা জাহিদুল ইসলাম মন্নু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক শিকদার কামরুল হাসান কচি, কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি তুষার রায় রনি, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ সরোয়ার হোসেন। কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী সাইদুজ্জামান সাইদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাংবাদিক আবু সাইদ শুনু, দিহিদার জাহিদুল ইসলাম বুলু, নন্দ কিশোর চক্রবর্তী পার্থ, সুপার্থ কুমার মন্ডল প্রমুখ। বক্তারা বলেন,বাগেরহাট জেলার বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে এ অনলাইন পত্রিকাটি ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এরা শুধু সংবাদই প্রকাশ করেনা, মানুষের কল্যাণেও কাজ করে। এর এই সাফল্য অব্যাহত রাখবেন বলেও আশা প্রকাশ করেন।
পরে অতিথিরা বাগেরহাট টুয়েন্টি ফোর ডট কমের আয়োজনে, কচুয়া প্রেসক্লাবের উদ্যোগে ও মোদাচ্ছের আলী ভুইঁয়ার সহযোগীতায় একজন অস্বচ্ছল পঙ্গু ব্যাক্তিকে হুইল চেয়ার উপহার দেন। এ অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক,সুশীল সমাজের নেতৃবৃন্দ সরকারী,বে-সরকারী প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।##