আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে নিয়মিত মামলার এক আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতকে শনিবার আদালতে প্রেরন করা হয়েছে।
আশাশুনি থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ আবদুস সালাম এর নেতৃত্বে পিএসআই সঞ্জীব সমদ্দার অভিযান চালিয়ে নিয়মিত মামলা ৬(০৯)/১৯ এর আসামি পুরোহিতপুর গ্রামের মোছেল উদ্দিন সরদারের পুত্র ফজলুর রহমানকে কচুয়া এলাকা হতে গ্রেফতার করেন।