পাওনাদারদের নির্যাতনের মুখে অভিমান করে আতিকুর (৩৮) নামে এক যুবক কীটনাশক পান করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তির পর মারা গেছে। সে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার নিত্যানন্দী গ্রামের মৃত মোতালেব এর ছেলে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও নিহতর পরিবারের লোকজন জানান, আতিকুর তার এলাকার বিভিন্ন লোকের কাছ থেকে সুদে টাকা ধার নেয়। ওই টাকা সময় মতো ফেরত দিতে না পায় পাওনাদারগন তাকে বিভিন্ন সময় অপমান করার এক পর্যায় নির্যাতন করে। এক পর্যায় তাকে হুমকী ধামকী দেয়। এতে সে মনের দুঃখে শুক্রবার বিকেলে কীটনাশক পান করে। তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে রাতে মারা যায়।