যশোরের শার্শায় গৃহবধূ ধর্ষণ মামলার তদন্ত শুরু, করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ছাড়া ডাক্তারি পরীক্ষায় পাওয়া ধর্ষণের আলামতের সঙ্গে অভিযুক্তদের ডিএনএ টেস্টের উদ্যোগ নেয়া হয়েছে।
পুলিশ হেড কোয়ার্টার্সের নির্দেশে শার্শায় সংঘবদ্ধ ধর্ষণ মামলাটি ৬ সেপ্টেম্বর তদন্তের দায়িত্ব পায় পিবিআই যশোর। মামলার তদন্ত কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে ইন্সপেক্টর শেখ মোনায়েম হোসেনকে। দায়িত্ব পেয়েই ৬ সেপ্টেম্বর তিনি ওই গৃহবধূ বাড়ি পরিদর্শন ও জবানবন্দি গ্রহণ করেছেন। তদন্ত কর্মকর্তা শেখ মোনায়েম হোসেন শনিবার বলেন, ভিকটিমের সোয়াপ কালেকশন করে ডিএনএ প্রোফাইলের জন্যে সিআইডি হেড কোয়ার্টারে পাঠানো হয়েছে। তদন্তের অংশ হিসেবে ডাক্তারি পরীক্ষায় পাওয়া ধর্ষণের আলামতের সঙ্গে গ্রেফতার তিনজনের ডিএনএ টেস্ট করাতে আদালতে আবেদন করা হয়েছে।
প্রধান অভিযুক্ত এসআই খাইরুল আলমের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, এটি তদন্তের বিষয়। তদন্তে কারও যদি সম্পৃক্ততা থাকে, তাহলে পরবর্তীতে আপনাদের জানানো হবে।
উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর গভীররাতে শার্শা উপজেলার লক্ষ্মণপুর গ্রামে ওই গৃহবধূ বাড়িতে যায় এস আই খাইরুল, সোর্স কামরুলসহ চারজন। তারা ওই গৃহবধূর কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা না দেয়ায় ক্ষিপ্ত হয়ে এস আই খাইরুল, কামরুল ও কাদের তাকে ধর্ষণ করে বলে ওই গৃহবধূ অভিযোগ করেন। ৩ সেপ্টেম্বর সকালে ওই গৃহবধূর যশোর জেনারেল হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করাতে এলে বিষয়টি জানাজানি হয়। ওইদিন রাতেই শার্শা থানায় মামলা করেন গৃহবধূ। মামলায় এস আই খাইরুলের নাম রাখা হয়নি। আসামি করা হয় কামরুজ্জামান ওরফে কামরুল, লক্ষ্মণপুর এলাকার আবদুল লতিফ, আবদুল কাদের ও অজ্ঞাত একজনকে। এ ঘটনা তদন্তে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
৫ সেপ্টেম্বর যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আরিফ আহমেদ জানান, ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে। তবে, সেখানে কার কার সিমেন (বীর্য) রয়েছে, তা জানতে ডিএনএ টেস্ট প্রয়োজন।
এরপর ৬ সেপ্টেম্বর সকালে ওই গৃহবধূ সাংবাদিকদের বলেন, ভয়ে সেদিন রাতে এসআই খাইরুলের নাম বলতে পারেননি।