যশোর চৌগাছায় আবদুল ওয়াদুদ (৪৫) নামে এক ডেঙ্গু রোগী ঢাকা থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে আবারো হাসপতালে ভর্তির পর মারা গেছেন।
চৌগাছা হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ আগস্ট তিনি চৌগাছা হাসপাতালে ভর্তি হন। এখানে পরীক্ষায় দেখা যায় তার রক্তের প্লাটিলেট ২৬ হাজারে নেমে এসেছে। এরপর ২৬ আগস্ট তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। যশোর থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এরপর তারা ওয়াদুদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করেন। ৩/৪ দিন পর কিছুটা সুস্থ হলে হাসপাতাল থেকে রিলিজ দিলে তাকে বাড়িতে আনা হয়। বাড়ি ফিরে আসার পর তিনি আবারো প্রচন্ড জ¦রে অসুস্থ হয়ে পড়েন। শ্বাসকষ্টের সাথে তার কথাও প্রায় বন্ধ হয়ে যায়। তখন তাকে যশোর কুইন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে স্বজনরা গত ২ সেপ্টেম্বর তাকে ঢাকা সেন্ট্রাল হাসপাতালে ভর্তির চেষ্টা করেন। এখানে সিটের অভাবে তাকে রাজধানীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রোগীর অবস্থা ভালো না হওয়ায় তাকে বাড়ি ফিরিয়ে আনা হলে শনিবার সকাল ছয়টার দিকে তার মৃত্যু হয়।
চৌগাছার স্বরূপদহ ইউপি চেয়ারম্যান শেখ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।